বড়লেখায় পেনি অ্যাপিলের অর্থায়নে চার দরিদ্র পরিবারের গৃহহীনতার কষ্ট গুছালো ‘গ্লোবাল ওয়ান’
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৩, ৬:৫৯ মিনিটবড়লেখায় যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক দাতব্য প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ান কানাডার পেনি অ্যাপিল নামক ডোনারের ১৮ লাখ টাকা অর্থায়নে চারটি অসহায় গৃহহীন পরিবারকে নান্দনিক পাকাঘর তৈরী করে দিয়েছে। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরগুলোর চাবি হস্তান্তর করেন বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ।
আর্ন্তজাতিক দাতব্য প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ানের ‘ফ্ল্যাড রেসপন্স এন্ড রিহেবিলিটেশন প্রজেক্ট’ এর আওতায় দরিদ্রদের জন্য এসব দৃষ্ঠিনন্দন পাকাঘর নির্মাণ করা হয়েছে।
দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তীর সভাপতিত্বে ও ইউপি সদস্য রুহুল আমিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদ, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা গ্লোবাল ওয়ানের হেড অব লজিস্টিক এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেনটেশন রমজান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য আব্দুস শুকুর, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক দিবা রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মুমিন আহমদ, উপকারভোগী রসেন্দ্র চন্দ্র দাস, সিরাজুম বেগম প্রমুখ।