রাঙামাটির সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক
বিশেষ সংবাদদাতা :
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২২, ২:১৫ মিনিটভারী বর্ষণের ফলে রাঙামাটির সাজেকে পাহাড় ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক শতাধিক গাড়িসহ হাজারো পর্যটক আটকা পড়েছেন। মঙ্গলবার রাতে এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার।
তিনি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দরামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। যার কারণে বুধবার সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ রয়েছে। এতে করে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই এলাকায় কোনো বসতি ছিলো না বলেও জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা ধসে পড়া পাহাড়ি মাটি সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন। বিকেল নাগাদ এই সড়কটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্ঘটনার ফলে সাজেকে অবস্থান করা পর্যটকদের পাশাপাশি পর্যটকবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে।