ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র নবনির্বাচিত কমিটির নেতাদের গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের অভিনন্দন
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৮:৫১ মিনিটক্যাপশন : মুহিবুর রহমান মুহিব ময়নুল হক চৌধুরী হেলাল
সিলেটের ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র ত্রি বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান হেলাল উদ্দিন খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী আব্দুল মহসিন, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মোঃ আশরাফ উদ্দিন, সোহেল আহমদ খান, লিপু চৌধুরী, মুরাদুজ্জামান চৌধুরী, আলা উদ্দিন, আব্দুল আহাদ সায়েম এবং সেক্রেটারী জেনারেল মোজাম্মেল হক সুনামসহ নব নির্বাচিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলালসহ কমিটির নেতারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নেতারা বলেন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র নব নির্বাচিত কমিটি এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন বলেন, কমিটির দায়িত্বশীল কর্মকান্ডের ফলে প্রবাসেও ফেঞ্চুগঞ্জবাসীর ঐক্য আরো দৃঢ হবে এবং প্রবাসীদের দাবী দাওয়া আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র পাশে থেকে সকল ধরণের ভালো কাজে সহযোগিতা করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।