মধ্যনগরে জনতার হাতে তিন ডাকাত আটক
বিশেষ সংবাদদাতা :
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ১০:৫৩ মিনিটসুনামগঞ্জের মধ্যনগরে ডাকাতির দায়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গতকাল রবিবার উপজেলার চামরদানী ইউনিয়নের দরাপপুর ও বিষাড়া গ্রামবাসী ওই তিন ডাকাত দলের সদস্য আটক করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মিল্টন সাহা নামে এক মুদি ব্যবসায়ী পাইকারি দরে তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারের দোকান গুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করত। রবিবার (৭ মে) সকালে তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রাম থেকে বিক্রি শেষে বাড়তি মালামাল ও টাকা পয়সা নিয়ে নৌপথে পার্শ্ববর্তী তার নিজ এলাকা কলমাকান্দা উদ্দেশ্যে রওয়ানা হন।
কিছুটা পথ যাওয়ার পরেই ছয় সদস্যের ডাকাত দল পিছু নেয় ব্যবসায়ী মিল্টনের। পরে মধ্যনগর উপজেলার মুক্তিরবিল এলাকায় এসব ডাকাত দল ওই ব্যবসায়ী মিল্টনের নৌকায় হামলা চালিয়ে নগদ ২ লাখ ৯১ হাজার টাকা হাতিয়ে নেয়। এবং ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাত দল পালিয়ে যায়।
সাথে সাথে ওই ঘটনার বার্তা চারদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর সকাল ১০ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের কানামিয়ার বিলের তাফনার বাঘ এলাকায় ডাকাতির টাকা পয়সা বন্টনের সময় ডাকাতদের এলোমেলো চলাফেরা ও কথা বার্তা শুনে সন্দেহ হলে দরাপপুর ও বিষারা গ্রামবাসী মিলে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
আটককৃতরা হলেন তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রামের শওকত আলীর ছেলে সোহরাব মিয়া (২৬), ফজলুল হকের ছেলে ইমরান মিয়া (৪০) ও তাহের আলীর ছেলে মহিবুল মিয়া (৫০)। পরে পুলিশ আটকৃতদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক বলেন, ‘ ডাকাত দলের ছয় সদস্যের মধ্যে আমরা তিনজনকে আটক করেছি। বাকিদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।’