মাধবপুরে মাদক উদ্ধার অভিযানের সময় বিজিবি’র উপর হামলা /আত্মরক্ষার্থে বিজিবি গুলি
মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ৪:০১ মিনিট
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় বিজিবি’র উপর হামলা চালিয়েছে মাদক কারবারীরা। এসময় আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা।শনিবার (৬মে) মধ্যরাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর সীমান্তের ১৯৯৯ পিলার এলাকায় ধর্মঘর বিওপি’র হাবিলদার মোশারফ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক উদ্ধারের অভিযান চালালে ৩৫/৪০ জনের একটি মাদক চোরাকারবারী দল দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি’র উপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মাদক কারবারিদের ধাওয়া করে। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে মাদক কারবারিরা ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আরমান আরিফ সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন।