মাধবপুরে কৃতি শিক্ষার্থী কৃতি মা ও গুণীজন সম্মাননা দিল পৌরসভা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৩:৩৬ মিনিট
হবি গঞ্জের মাধবপুর পৌরসভার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মেয়র সম্মাণনা স্মারক প্রদান করা হয়েছে।আজ সোমবার(৪ জানুয়ারী) মাধবপুর পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত সম্মাণনা স্মারক প্রদান অনুষ্টানে মাধবপুর পৌর ফুলকলি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সাইফুল হক মির্জা এর
সভাপতিত্ব প্রধার অথিতির বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক। অতিথি হিসাবে মঞ্চে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ.এম.ফয়সল চৌধুরী,চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর সচিব আমিনুল ইসলাম,পৌর কাউন্সিলর মোবারক উল্লাহ,মনোজ মোদক, বাবুল হোসেন খান,
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী, মাধবপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক সাব্বির হাসান,মোঃ শাহীন মিয়া,গিয়াস উদ্দিন,উদয় শংকর দত্ত,পার্থ প্রতিম সোম ও শফিকুল ইসলাম।অনুষ্টানে মাধবপুর পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রাথমিক পর্যায়ের ১৪২ জন,মাধ্যমিক পর্যায়ের ৬৫ জন,গুণীজন ক্যাটাগরীতে ১৬ জন ও কৃতি মা ক্যাটাগরীতে ৭ জনকে সম্মাণনা স্মারক প্রদান করা হয়।