মাধবপুরে সোনাই নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান প্রতিমন্ত্রী
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ১১:৫১ মিনিট
হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ধর্মঘর ইউনিয়নের দেবপুর ফতেহপুর ও মদিনা মার্কেটের গ্রামীণ সড়কের সোনাই নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে ৫১ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফতেহপুর ব্রীজ সংলগ্ন মাঠে ধর্মঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের
আয়োজনে এই উপলক্ষে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃফারুক আহমেদ পারুল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মোঃ এডভোকেট মাহবুব আলী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি-
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রহম আলী, ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুল- বর পলাশ, বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন, চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপন মিয়া,
মাধবপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবু, ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ, যুব লীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ছাত্রলীগের সভাপতি সোহেল মিয়া, এনামুল হক প্রমুখ।
আলোচনা শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্বারী হাবিবুল্লাহ,গীতা পাঠ করেন শ্রী শ্যামল বাবু, স্বাগত বক্তব্য রাখেন ফতেহপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিরণ মোল্লা।