মাধবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৯:৫৮ মিনিট
হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ রবিবার(১৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার অনুষ্টিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর, তথ্য আপা মেরিনা নাসরিন,আইসিটি সহকারি প্রোগ্রামার রুহুল কুদ্দুস, মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক জুলহাশ উদ্দিন রিংকু,দৈনিক দেশ রূপান্তর সংবাদদাতা জালাল উদ্দিন লস্কর প্রমুখ আলোচনায় অংশ গ্রহন করেন।উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান তার বক্তব্যে দেশের অর্থনীতিতে অভিবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।বিদেশ গমনে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেন তিনি।সেমিনারের পূর্বে দিবসটি উপলক্ষে ইউএনও মনজুর আহ্সানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।