মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২২, ৯:৫৫ মিনিট
হবিগঞ্জের মাধবপুরে চেঙ্গার বাজার মাধবপুর সড়কে দুটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ইয়ারুল খান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের মৃত ইসহাক খানের ছেলে।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাধবপুর-চেঙ্গার বাজার সড়কের ঘিলাতলী নবন্না মোড়া নামক স্থানে দুটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী ইয়ারুল খান গুরুত্বর আহত হন।তাকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মাধবপুর থানার এস আই আব্দুল মোতালেব সত্যতা নিশ্চিত করেছেন।