বড়লেখায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৬:০১ মিনিটবড়লেখা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে দুস্থ শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উপদেষ্ঠা মঞ্জু মিয়া।