বড়লেখায় বিজয় দিবসকে সামনে রেখে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বড়লেখা প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৭:৫৬ মিনিটবড়লেখায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বড়লেখা নজরুল একাডেমির উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার দুপুরে ‘বিজয়ের জয়গান’ নামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ।
নজরুল একাডেমির হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা নজরুল একাডেমির সভাপতি প্রধান শিক্ষক দিপক রঞ্জন নন্দী। নজরুল একাডেমির উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন- নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জুড়ী শাহ্ নিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, আদালতের এপিপি গোপাল চন্দ্র দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি লুৎফর রহমান চুন্নু, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, লাইসিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল আহমদ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌর-কাউন্সিলর রেহান পারভেজ রিপন, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হানিফ পারভেজ প্রমুখ। অনুষ্ঠান শেষে বড়লেখা নজরুল একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার মুক্ত স্কাউট দল’ ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘গার্লস গাইড’কে সম্মাননা দেওয়া হয়।