বিএনপিকে প্রতিহত করতে হবে-বেসমারিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৮:৪৭ মিনিট
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সভা ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পযাটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি,তিনি বলেন, বিএনপিকে প্রতিহত করতে হবে আগামী ১০ শে ডিসেম্বর মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই কে নিয়ে রাজপথে উপস্থিত থেকে বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানান।
সোমবার (৫ ডিসেম্বর) সাড়ে ১১ ঘটিকার সময় মাধবপুর সড়ক জনপথ ডাক বাংলো প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের কার্যকরী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহম আলী, ও সঞ্চালনায় করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
এসময় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জাহেদ খান, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, মোজাহিদ বিন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ আলী,নেতা মোঃ আইয়ুব খান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম,পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম, উপজেলার এক থেকে ১১টি ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের ও যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ,সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রমূখ।