বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক মোল্লাপুর ইউনিয়নে বিনামূল্যে জরায়ু -মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২, ৬:৫৮ মিনিটবিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে ক্যান্সার (জরায়ু -মুখ ও স্তন ক্যান্সার) স্ক্রীনিং সেবা প্রদান করা হয়েছে।
১৭ই নভেম্বর, ২০২২ইং, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় সারাদিন ব্যাপী পরিচালিত উক্ত ক্যান্সার স্ক্রীনিং ক্যাম্পে প্রায় শতাধিক মহিলাগণকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদান করা হয়। এই উপলক্ষে বেলা ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মোল্লাপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অলিউর রহমান শাবলু ‘র সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের কল্পোস্কোপিস্ট ডাঃ সাদিয়া মাহবুবা রিপা, বিয়ানীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান আফাজল, বিয়ানীবাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সাধাঃ সম্পাদক লুতফুর রহমান, মুল্লাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহতাবুর রহমান, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সেবা গ্রহিতা ও মিডিয়া কর্মীবৃন্দ।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, আর এম ও ডাঃ কাওছার রহমান, এম ও ডাঃ সানজিদা সিদ্দিকা লিজাসহ জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদানকারী স্বাস্থ্য কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগণ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক পরিচালিত ক্যান্সার স্ক্রীনিং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতার বিষয়ে আলোকপাত করেন।
উল্লেখ্য যে, পর্যায়ক্রমে বিয়ানীবাজারসহ আশেপাশের উপজেলার প্রতিটি ইউনিয়নে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিনামূল্যে ক্যান্সার (জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার) স্ক্রীনিং সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল কর্তৃক প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।