গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভা সম্পন্ন
বিডি ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২২, ৩:০৭ মিনিটগ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর উদ্যোগে জুম মিটিং মিটিং সম্পন্ন হয়েছে। রবিবার সংগঠনের আহবায়ক মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও সদস্য সচিব মইনুল হক চৌধুরী হেলাল এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী ওয়ালিউর রহমান দুভাগী ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড: জিয়াউদ্দিন আহমদ (ইউ,এস,এ), বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ডা: জিন্নুরাইন জায়গীরদার (আয়ারল্যান্ড)। আরোও উপস্থিত ছিলেন মইনুল ইসলাম (ইউ,এস,এ),শাহিন কামালী(ইউ,এস,এ),হেলিম উদ্দিন(ইউ,এস,এ), মো: কাপ্তান হোসেন (সৌদি আরব) দেবব্রত দেব তমাল(কানাডা), মাহবুবুর রহমান চৌধুরী রনি(কানাডা),হোসেন আহমদ লনি(কানাডা), হেনু মিয়া(ফ্রান্স),আলী হোসেন(ফ্রান্স),আলতাফুর রহমান(ফ্রান্স),মনোয়ার হোসেন মোজাহিদ(ফ্রান্স),অলি উদ্দিন শামীম (ইতালি),জুবায়ের আহমদ রুশন(ইতালি),জাসিম উদ্দিন(ইতালি), শাহ আলম(ইতালি), আব্দুল বাছিত দলই(ইতালি),আলিফ আহমদ আরেফিন(ইতালি),মাহবুবুর রহমান চৌধুরী(কাতার), মালেক হারুন রশিদ(বেলজিয়াম),বিধান দেব (বেলজিয়াম),চৌধুরী আবুল কালাম আজাদ(বেলজিয়াম),আব্ আব্দুল মোজাক্কির(স্পেন),খালেদ আহমেদ (স্পেন),আছাদ আলী(স্পেন),লুতফুর রহমান সুমন(স্পেন),সেলিম আলম(স্পেন), ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন(বাংলাদেশ), আ ফ ম সিরাজুল ইসলাম শামীম (বাংলাদেশ), কেনু মিয়া (আর্জেন্টিনা), লোকমান উদ্দিন (গ্রিস), সোনাহর খান(মালোশিয়া), আহমেদুল কবির(মালোশিয়া), মো: জাকারিয়া (মালোশিয়া), নজরুল ইসলাম খালেদ (জার্মান), হারুনুর রশিদ (পর্তুগাল),আবুুল রায়হান(কেলিফোর্নিয়া), সৈয়দ নাসির জেবুল(কেলিফোর্নিয়া), মো: হোসেন সুলেমান(মিশিগান),সুলতান জে শরিফ(মিশিগান), আহমদ ফয়সল মুন্না(মিশিগান), আব্দুল বাসিত চৌধুরী(সুইডেন), কয়েস আহমদ(বাহরাইন), সুরমান মিয়া(বাহরাইন), সম্্রাট নজরুল ইসলাম সিদ্দিকী(বাহরাইন),মুহিব উদ্দিন চৌধুরী(ইউ,কে), আব্দুল মুমিন জাহেদী ক্যারল(ইউ,কে), মাহবুব রহমান (ইউ,কে), মাওলানা মো: আব্দুল কুদ্দুস (ইউ,কে), সৈয়দ ছাদেক আহমদ(ইউ,কে),জুবের লস্কর, (ইউ,কে) শামীম আহমদ (ইউ,কে),দিলাল আহমদ(ইউ,কে), আল মামুমুনুর রশিদ (ইউকে), প্রফেসর সৈইদুর রহমান(ইউ,কে),আশিকুর রহমান(ইউ,কে),শাহিন কামালী দেলওয়ার হোসেন। সভায় বক্তারা বলেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটিদের ঐক্যবদ্য করতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কাজ করছে এবং ভবিষ্যতে প্রতিবছর সিলেটিদের নিয়ে একটি মিলন মেলা আয়োজন করার ব্যাপারে সবাই ঐক্যমত হন।