বড়লেখায় পঁচা মিষ্টি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা গুনলেন মালিক
বড়লেখা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২২, ৫:৫০ মিনিটবড়লেখা পৌরশহরে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পঁচা মিষ্টি বিক্রির অভিযোগে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ কেজি পঁচা মিষ্টি ধ্বংস করা হয়। সোমবার দুপুরে পৌরসভার হাটবন্দ এলাকায় থানা পুলিশের সহায়তায় অভিযান চালান সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
সহকারী কমিশনার (ভ‚মি) জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয় নিশ্চিত করে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পঁচা মিষ্টি বিক্রির দায়ে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মানসম্মত পরিবেশে তৈরী ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।