মাধবপুরে ফেনসিডিলসহ বিজিবি’র হাতে আটক-২ মোটরসাইকেল জব্দ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২২, ৫:৪৫ মিনিট
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেহেরগাঁও সমিল মোড় এলাকা থেকে ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।
আটককৃত ২জন হলেন- ঢাকা জেলার পল্লবী থানার -৭৯/১ বাইগার টেক আজিজ মার্কেট
ক্যান্টনমেন্ট এলাকার তফসিরুল ইসলাম এর
ছেলে মোঃ তৌফিকুল ইসলাম(৩৬) ও নরসিংদী জেলা থানার ব্রাক্ষন্দী গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে সোবহান ওরফে সুমন(২৮)।
সরাইল বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক
লে. কর্নেল ফেরদৌস কবির পিএসসি জানান,
ধর্মঘর বিওপি সদর ক্যাম্পের সুবেদার আইয়ুব খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রোববার (২৩ অক্টোবর) বিকাল ৫টা দিকে
সীমান্তের মেইন পিলার ১৯৯৭ হতে আনুমানিক
৯’শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর ইউনিয়নের মেহেগাঁও সমিলের মোড় নামক স্থানে মোটরসাইকেলযোগে এলাকার বাহিরের অপরিচিত ২জনকে আসতে দেখা যায়। টহল দলের সন্দেহ হলে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে। এ সময় তাদের সাথে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে এগুলো জব্দ করে ২জনকে আটক করে বিজিবির সদস্যরা। এ কাজে ব্যবহৃত ১টি ইয়ামাহা-১৫০ সিসি MT-15 মডেলের মোটরসাইকেলও জব্দ করা হয়।
মোটরসাইকেলসহ ফেনসিডিলের সিজার মূল্য ৪ লক্ষ ৪ হাজার ৮০০’শ টাকা এবং আটককৃত ২জন ও জব্দকৃত মালামাল মাধবপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।