মাধবপুরে শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২২, ৭:০৭ মিনিটহবিগঞ্জের মাধবপুরে বঙ্গনন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌর যুবলীগের সাবেক সভাপতি সাব্বির হাসানের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিল্পকলা মঞ্চে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবীর,আওয়ামীলীগ নেতা কাওছার আহম্মেদ,যুবলীগ নেতা সানাউল হক চৌধুরী শামীম,পুজা উদযাপন পরিষদের সেক্রেটারি লিটন রায়,আন্দিউড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম পাঠান প্রমুখ।