প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার তরুণী আমেরিকা থেকে মুর্শিদাবাদে
বিশেষ সংবাদদাতা :
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২২, ১:০১ মিনিটবাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে রায়হান। ছোট বয়সেই আমেরিকায় পাড়ি দিয়েছে বাবা-মায়ের সঙ্গে। তারপর বড় হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে চাকরির জন্য তৈরি হচ্ছে। বাবা-মা ও দাদার সঙ্গে থাকে আমেরিকার লেজলিংটনে। কিন্তু প্রেমের টান যে দুর্নিবার। ফেসবুকে তিন বছর আগে তার পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা মুসাফির হোসেনের সঙ্গে। পরিচয় নিবিড় হতে প্রেম। দিব্যি চলছিল এই প্রেমপর্ব। কিন্তু, মুসাফিরকে বিয়ে করতে আকুল হলো রায়হান। আমেরিকা থেকে পাড়ি দিলো মুর্শিদাবাদ।
দুই গোলার্ধের ব্যবধান কোনো বাধা হলো না। দমদম বিমানবন্দরে নেমে সটান মুর্শিদাবাদ। মুসাফিরের বাড়িতে। স্নাতক উত্তীর্ণ মুসাফির চাকরির জন্য প্রস্তুত হচ্ছে। সে অবাক কিন্তু ঘটনার ফলে বিচলিত নয়। বরং, এই প্রেমের মর্যাদা দিতে তৈরি। মুসাফির বলছে, আমার জন্য ও স্বজনদের মায়া কাটিয়ে এত দূরে বিদেশ বিভুইয়ে এসেছে। ওকে অস্বীকার করবো এই দুর্মতি আল্লাহ যেন কখনও আমাকে না দেন।