মাধবপুরে শান্তিপূর্ন ভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২২, ৩:৫৯ মিনিটহবিগঞ্জের জেলা পরিষদ নির্বাচন মাধবপুরে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।
আজ ( সোমবার) সকাল ৯ টা থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ইভিএম পদ্ধতিতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান , মেয়র , ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও নারী আসনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মাধবপুরে মোট ভোটার ছিল ১৫৯ জন। এর মধ্যে ১৫৮ জন তাদের ভোটাাধিকার প্রয়োগ করে। বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ১৪৪ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোল্লা আবু নাঈম পেয়েছেন ৯ ভোট।
অপরদিকে সদস্যপদে সৈয়দ শামীম পেয়েছেন ৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মিজানুর রহমান অনিক পেয়েছেন ৬২ ভোট।
সংরক্ষিত আসনের নারী আসনের পদে রাহেলা বেগম পেয়েছেন ১০০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি পেয়েছেন ফাতেমা তুজ জোহরা পেয়েছেন ৫১ ভোট।