বিয়ানীবাজার উপজেলায় ৫১ টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
এম.এ ওমর:
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২২, ৩:২১ মিনিটসিলেটের বিয়ানীবাজার উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৫১ টি মন্ডপে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মন্ডপ গুলোতে চলছে প্রতীমা তৈরির শেষ মুহূর্তের কাজ, ব্যস্ত মৃৎ শিল্পীরা। পূজা আনন্দঘন এবং শান্তির্পূন করতে পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আগামী ১ অক্টোবর পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশির ভেজা দূর্বা ঘাসের ওপর ঝরে পড়া শেফালী ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্তবৃন্দ সকলেই। উপজেলা পূজা উৎযাপন পরিষদরে সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন জানান-সরকারী নির্দেশনা মেনে দুর্গাপুর উপজেলায় এবার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ৫১টি মন্ডপে পূজা উৎযাপন করা হবে। জাঁতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরুপে ফোটে ওঠছে দৃষ্টি নন্দন অধিকাংশ প্রতিমা। এ কাজে খুবই ব্যস্থ সময় পার করছেন স্থানীয় মৃৎশিল্পীরা। দেবী দূর্গা আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শংখ ধ্বনী আর উলুধ্বনী দিয়ে দেবী দূর্গাকে বরন করে নেয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আইন-শৃঙ্খলার যেন কোন অবনতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে আমরা কাজ করছি। সকলের সহযোগিতা পেলে আশা করছি শারদীয় পুজা ভালো ভাবে সম্পন্ন করতে পারবো।