মিনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসী সংবর্ধনা সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি :
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২২, ৪:২৮ মিনিটমিনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে বুধবার সকাল ১০ টায় এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এনাম উদ্দিন এর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি ইতালির সম্মানিত সভাপতি মিনারাই গ্রামের কৃতি সন্তান মোঃ ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী অলিউর রহমান মানিক , জালালিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী, হেলালুর রহমান, আবুল কালাম, এখলাছ উদ্দিন , ছওয়াব আলী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিগত সময়ে প্রতিষ্ঠানের জন্য মোঃ ইকবাল হোসাইন এর অবদানের বিভিন্ন দিক আলোচনা করেন এবং তারই মুল্যায়ন স্বরূপ স্কুলের ইতিহাসে গ্রামের প্রথম সংবর্ধিত ব্যক্তি হিসেবে ভূষিত করা হয়েছেন।
মাওলানা ছরওয়ার হোসেন এর তিলাওয়াত ও হাফিজ আব্দুল ওয়াহিদের নাতে রাসুল সাঃ পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিকে ফুল দিয়ে বরণ করেন স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন বেগম ও ফাহিমা বেগম এবং ক্রেস্ট প্রদান করেন চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনসহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধিত অতিথি মোঃ ইকবাল হোসেন বলেন, মিনারাই স্কুলের জন্য প্রতিষ্ঠালগ্ন তথা ১৯৯৫ সাল থেকে ইতালি গমনের পূর্ব পর্যন্ত গ্রামের প্রতিটি ঘর থেকে চাঁদা অনুদান উত্তোলন করতে শ্রম দিয়েছি, পরিচালনা করতে সর্বাত্মক সহযোগিতা করেছি। আজ প্রতিষ্ঠানটি জাতীয় করন হয়েছে এবং নতুন ভবন নির্মাণ হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের লেখা পড়ার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের ভুমিকা রাখতে হবে। তিনি প্রবাস থেকে গ্রামের স্কুল, মসজিদ, মাদরাসা তথা সার্বিক উন্নয়নে সবসময় পাশে আছেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।