মাধবপুরে সোনাই নদীর উপর কুটানিয়ায় ব্রীজ উদ্বোধন করলেন এডভোকেট মাহবুব আলী এম.পি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২২, ৮:৫৩ মিনিট
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর উপর কুটানিয়ায় ব্রীজ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এম,পি।
শনিবার বিকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া গ্রামবাসীর আয়োজনে ব্রীজ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিউজ্জামান হারুন, যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী অপু,সাবেক মেম্বার ধনু মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।