মাধবপুরে দশ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২২, ১:৪৭ মিনিট
হবিগঞ্জের মাধবপুর থানার বিশেষ অভিযানে দশ কেজি গাঁজা সহ সফিক মিয়া (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমনগর গ্রামের মো: আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বহড়া ইউনিয়নের দলগাঁও এলাকায় এসআই মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীকে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(খ) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।