প্রেমের টানে আট হাজার কিলোমিটার পাড়ি দিলেন ফরাসি তরুণী
ভয়েস অব বিডি
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৩:৪৬ মিনিটকথায় বলে প্রেম কোনও বন্ধন মানে না। ফরাসিনী পাটরিসিয়া ব্যারেটো সেই কাজটাই করে দেখালেন। বাঙালি প্রেমিকের টানে তিনি আট হাজার কিলোমিটার উড়ে প্যারিস থেকে পৌঁছে গেলেন হুগলির পাণ্ডুয়ায়। ইন্টারন্যাশনাল ডেটিং সাইটে পাণ্ডুয়ার যুবক কুন্তল ভট্টাচার্য’র সঙ্গে তাঁর পরিচয় হয়। অল্প কদিনেই প্রেম। ভিডিও কলিং-এ আশ মিটছিলো না। পাটরিসিয়া প্যারিস থেকে ফ্লাইট ধরে দিল্লি, সেখান থেকে দমদম। বিমানবন্দরে কুন্তল আনতে গিয়েছিলেন তার প্রিয়তমাকে। সারদা পল্লীর বাসিন্দা যুবকটির খুশি যেন বাঁধ মানছে না। স্বপ্নে দেখা রাজকন্যা যেন সাত সমুদ্র পাড়ি দিয়ে সত্যিই এসেছে।