মাধবপুরে ট্রেনে কাঁটা পড়ে রাবার শ্রমিকের মৃত্যু
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২২, ১০:০৭ মিনিট
হবিগঞ্জের মাধবপুরে আখাউড়ায় সিলেট রেল লাইনে পাথরবাহী ট্রেনের নিচে কাটা পড়ে জগদীশ দাস (৬৫) নামে এক রাবার বাগানের শ্রমিক নিহত হয়েছে। প্রত্যাক্ষদশি সুত্র জানাযায়, আজ মঙ্গলবার দুপুরে সিলেট থেকে আখাউড়ায় গামী রেলে কাঁটা পড়ে সে নিহত হয়। জগদীশ চন্দ্র দাস শাহজীবাজার রাবার বাগানের শ্রমিক ছিল। গত মাস দুয়েক আগে অবসরে গিয়েছেন বলে শাহজীবাজার রাবার বাগান ব্যবস্থাপক জুলফিকার আলী নিশ্চিত করেছেন। খবর পেয়ে মাধবপুর থানা থেকে পুলিশকে ঘটনাস্থল পাঠানো হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।