হেলিকপ্টারে ৬ হাজার টাকায় বিয়ানীবাজার থেকে সিলেট ভ্রমণের সুযোগ
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২২, ৪:১৫ মিনিটসিলেটে সাড়ে ৫ হাজার টাকায় হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ দিচ্ছে একটি প্রতিষ্ঠান। বার্ডস আই- হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস নামের ওই প্রতিষ্ঠান এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছে।
বার্ডস আই- হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস এর ফেসবুক পেইজে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) সিলেটে তিন ধরনের হেলিকপ্টার রাইড প্যাকেজ দিচ্ছে তারা।
এর মধ্যে রয়েছে সিলেট শহরে হেলিকপ্টার ভ্রমণ জনপ্রতি সাড়ে ৫ হাজার টাকা। বিয়ানীবাজার থেকে সিলেটে জনপ্রতি সাড়ে ৬ হাজার টাকা।
এ ছাড়া সিলেট থেকে ঢাকায় জনপ্রতি ২০ হাজার টাকায় ভ্রমণ করা যাবে।
প্রতি রাইডে সর্বোচ্চ কতোজন যাত্রী থাকবেন, এখন অবধি কতোজন বুকিং দিয়েছেন, এসব তথ্য তাদের ফেসবুক পেইজে নেই।
এ বিষয়ে বিস্তারিত জানতে ফেসবুকে দেওয়া বার্ডস আই- হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস এর মোবাইল নম্বরে (০১৬১৩৭১৯২৯৩) একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।
ফেসবুক বলছে, বার্ডস আই- হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস এর পেইজটি গত ১৬ জুলাই তৈরি করা হয়েছে।