আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ” এর ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ১২:৩৫ মিনিটহবিগঞ্জের মাধবপুর উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ১৫ টি স্কুল ও কলেজের শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ” এর ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে আয়োজিত
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হন, মাধবপুর উপজেলার সহকারী প্রোগ্রামার জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস, ভেন্যু প্রধান মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান জনাব এ.কে.এম সাইফুল ইসলাম, উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক জনাব রায়হান আহমেদ সম্রাট, কোর্স কো অর্ডিনেটর আব্দুল কুদ্দুস পলাশ। উক্ত ব্যাচে ২০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। সহকারী প্রোগ্রামার জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, সরকারের আইসিটি বিভাগের বাস্তবায়নে এই প্রশিক্ষণ গ্রহণ করে আপনাদের প্রতিষ্ঠানে স্থাপিত ল্যাব সমূহকে পরিচালনা করবেন পাশাপাশি শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার নিশ্চিত করবেন। পরে প্রশিক্ষণ সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপনী হয়৷