মাধবপুরে ভোরের ডাকের ৩২ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত
মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ১২:২৭ মিনিট
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দৈনিক ভোরের ডাকের ৩২ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে (২০ মার্চ) সোমবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃজুলহাস উদ্দিন রিংকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুব লীগের সভাপতি ফারুক পাঠান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম,উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুজন রায়,ফরিদুর রহমান ফরিদ,সাংবাদিক জালাল উদ্দিন লস্কর,মেহেদি হাসান কুতুব ,হাজী দুলাল,আব্দুর রহিম দুলাল,আমিনুল ইসলাম ভুট্টো প্রমুখ।অনুষ্টানে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,পৌর সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক বশির আহমেদ সুমন,ব্লাড সোসাইটি ইন বাংলাদেশের নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে দৈনিক ভোরের ডাকের সাহসী ভূমিকার প্রশংসা করে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্টানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভোরের ডাকের মাধবপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী।