বড়লেখায় জীবিকা নির্বাহে ব্যবসা ও পশুপালন শুরু করলো ৯ ভিক্ষুক
নিজস্ব প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২২, ৮:০১ মিনিটবড়লেখায় ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির আওতায় উপজেলার বর্ণি ইউনিয়নের ৯ ভিক্ষুক পরিবারকে পুর্নবাসন করলো উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব ভিক্ষুকদের জীবিকা নির্বাহের জন্য ৫ জনকে ক্ষুদ্র ব্যবসার দোকান, ৪ জনের মাঝে গাভী ও ছাগল প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য ও একজন ভিক্ষুকের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ।
দোকান, গাভী ও ছাগল হস্তান্তরের সভায় সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনাম উদ্দিন, সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ।