মাধবপুরে সায়হাম গ্রুপের টিওবয়েল বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২২, ১:৫৩ মিনিটবাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপের পক্ষ থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে ৩০টি অগভীর নলকুপ দেয়া হয়েছে। রোববার সকালে সায়হাম গ্রæপের অন্যতম পরিচালক, সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইউ/পি সদস্য হাজী আরজু মিয়ার হাতে এ গুলো তুলে দেন। এসময় সায়হাম গ্রুপের সিনিয়র ম্যানেজার (হিসাব) ইশরাদুল বশির চৌধুরী, সিনিয়র ম্যানেজার (হিসাব) বিশ্বজিত দেবনাথ, সিনিয়র (এ´) প্রশাসক মোস্তফা কামাল বাবুল, বিএনপি নেতা এখলাছুর রহমান ভ’ইয়া প্রমুখ। উপজেলার দরিদ্র মানুষ যাতে বিশুদ্ধ পানি পান করতে পারে সেই লক্ষে সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল কয়েক বৎসর ধরে এলাকায় অগভীর নলকুপ বিতরন করে আসছে। এরই ধারাবাহিকতায় বেজুড়া গ্রামে ৩০ টি অগভীর নলকুপ বিতরণ করা হয়।