মাধবপুরে ছাত্রলীগ সভাপতি প্রার্থী শাওনের উদ্যোগে শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬ মিনিট
মাধবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ রেজাউল হক শাওনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬’তম জন্মদিন পালন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ছাত্রলীগ প্রার্থী শাওন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ জন্মদিন কেক কেটে পালন করেন।এবং আনন্দ মিছিল শুরু করে উপজেলা শহরের বিভিন্ন রাস্তা হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।এতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা প্রমূখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ রেজাউল হক শাওনের এলাকায় এতিম শিশু ও অসহায়দের নিয়ে শেখ হাসিনার জন্য মিলাদ ও দোয়া করা হয়। দোয়ার শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।