যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২২, ১১:৫৭ মিনিটহাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার বড়লেখা উপজেলার বোবারথল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।