মাধবপুরে নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির লাশ উদ্ধার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২২, ৯:৫৪ মিনিট
আজ রোববার বিকেলে পুলিশ রঘুনন্দন পাহাড় থেকে জনাব আলীর লাশ উদ্ধার করে।
সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, জনাব আলী রঘুনন্দন পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে এনে বাজারে এনে বিক্রি করত।
গত ১১ আগষ্ট থেকে জনাব আলী কে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার বিকেলে স্থানীয় লোকজন রঘুনন্দন পাহাড়ে একটি মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।