বিয়ানীবাজার পৌরসভায় টমটম-অটোরিকশার দৌরাত্ম।। মানা হচ্ছে না উচ্চ আদালতের আদেশ
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ১০:৩৭ মিনিটহাইকোর্টের নিষেধাজ্ঞা এবং সরকার কর্তৃক জ্বালানি সাশ্রয়ে নির্দেশনা থাকার পরও বিয়ানীবাজার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক এবং টমটম। এসব ব্যাটারি চালিত যানবাহন বন্ধে বিয়ানীবাজার পৌরসভার কোন কার্যকর উদ্যোগ নেই। ফলে দিনের পর দিন বাড়ছে এসব অনিবন্ধিত যানবাহনের দৌরাত্ম। বিয়ানীবাজার পৌরসভায় কি পরিমান টমটম রয়েছে তাও জানেন না সংশ্লিষ্টরা।
জানাগেছে, বিয়ানীবাজার পৌরসভা ও আশপাশ এলাকায় একদল সুবিধাভোগী ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক এবং টমটম থেকে নিয়মিত উপরি আদায় করে শহরে এসব যান চলাচলের অলিখিত অনুমোদন প্রদান করেছে। যার ফলে প্রতিদিন এসব যান বাহন একের পর এক দুর্ঘটনা ঘটালেও এসব যানের বিরুদ্ধে সংশ্লিষ্টরা নিতে পারছেন না কোন কার্যকর পদক্ষেপ। রিক্সার নামে অটো রিক্সাগুলো নিয়ে আসছে পৌরসভা থেকে অনুমোদন। কিন্তু টমটম কোন ধরণের অনুমোদন ছাড়াই শহরে এবং আশপাশ এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে।
উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ করার পরও এসব বাহন কেন বিয়ানীবাজার পৌরসভার ব্যস্ততম সড়কগুলোতে দাঁপিয়ে বেড়াচ্ছে এই প্রশ্নের কোন সদুত্তর নেই সংশ্লিষ্টদের কাছে। আর এ কারণেই দিন রাত শহরে লেগে থাকে দীর্ঘ যানঝট। অদক্ষ চালকদের কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা।